ভেতরঘরে




ভালোবাসি—
এ যেন শুধুই আবেগহীন প্রেমের মূল্যবৃদ্ধি।

ভুলে থাকি—
হয় যদি স্পর্শের অজুহাতে স্মৃতির হাতছানি।

কল্পনায় আসো তুমি—
ভ্রান্তিতে তোমার হাসি।
আমাদের পথচলা—
তবু রয়ে যায় কিছুটা বাকি।

অপেক্ষার অশ্রুতে তোমায় খুঁজে দেখি—
ভেতরঘরেই আমার আমি।