তবুও আমি




তুমি কত সহজেই ভুলে গেলে আমায়!

তবুও,
এই গোটা জীবনটা পার করতে…
তোমার কাছ থেকে পাওয়া উপেক্ষাকেই—
গ্রহণযোগ্য বলে মনে হয়।

তুমি যখন চলে গিয়েছ...অনেকটা দূরে…
সেই পথের মুহূর্ত গুনে...
শেষমেশ রাত্রি নামে।

তবুও, আমাদের দেখা হয় না,
কথা হয় না—
জানাশোনার অবক্ষয়ে...
শুধুই সময়ের অনুশোচনা।

অনভ্যস্ততায় ক্ষয়ে যায়…
একরাশ অনুভূতি।
এই যন্ত্রণা মেনে নিয়েছি…
তবুও আমি।