আত্মপ্রকাশ




আবার সেই মিথ্যে গল্প?
আজ‌ও তার প্রতীক্ষাতেই বাঁচো?

বেঁচে থাকার জন্য...
ভিন্ন কোনো পথের সন্ধান
নেই জানা আমারও—
আমিই তোমার আক্ষেপের অংশ।

আবার ধরেছ ছদ্মবেশ?
অট্টহাসির বেমানান রেশ।
হৃৎপিণ্ডটাকে করলে কেন দু-ভাগ?

রক্তের গতিবিধি বাড়ানোর জন্য।
এর হিস্যা দেবো তোমাকেও—
আমিই তোমার আত্মার ক্ষত।