চঞ্চল শ্বাসের উল্লাসে মাতোয়ারা এই গৃহ,
গোপন সন্ধির ব্যথা নিরাময়ে
সুখ বাধাগ্রস্ত।
সরব হৃদয়ে তোমার প্রবেশের নিষেধাজ্ঞা—
যেন মৃত্যুশব্দে শঙ্কিত।
ভীতিকর নির্জনতা জেঁকে বসল,
তথায় সমর্পিত হলো মায়া—
এই কবিতার শুদ্ধস্বর তোমাতেই প্রতিরুদ্ধ।
যত বার আমাদের ভেতরঘরে স্থায়ী হয়…
আবেগের-বিক্ষোভ,
নিদ্রাহীনতায় কাটে আরও একটি প্রহর;
চলো, চলে যাই অন্যকোথাও—
এই শহরের সবাই আক্রমণাত্মক।
তোমার স্মৃতির সুরেই অনুভূতির রক্তপাত,
যত বার হয়েছিল প্রেমের সূত্রপাত,
অন্তর্দৃষ্টির মাহাত্ম্যে—স্পর্শও যেন তুচ্ছ।