স্বপ্নের ঘোরে



তুমি আজ এসেছিলে...
শুভ্র পালক-হাতে,
উত্তম দেবতারূপে—
দেবদারু গাছের আয়ুষ্কাল
আমায় দেবে বলে।

অনন্ত জীবনের প্রতিচ্ছবিতে
তোমার প্রিয়মুখ দেখলাম;
স্বপ্নে আমি তোমায়—
ঘোরলাগা মস্তিষ্কে,
আবছা দৃষ্টির
এক অসহ্য মোহ কাটিয়ে
খুউব স্পষ্ট করে দেখলাম।