বোঝাপড়ার দৌড়



না চাইতেই পেয়ে-যাওয়া জিনিসের
কোনো মূল্য থাকে না—
হোক না তা যতই দামি।

গন্তব্যহীন পথে হেঁটে যেতে
রাজি হয় না কেউ—
হোক না তা যতই রোমাঞ্চকর।

অসমাপ্ত গল্পের পালাবদলে
কেউ প্রকাশ করে না আবেগ—
হোক না তা যতই অমূল্য।

মুখোশের আড়ালে স্বচ্ছতা থাকে না কারও—
হোক না সে যতই নিয়মে জর্জরিত।

ভালোবাসার অদেখা পৃষ্ঠা
সহজে কেউই ভরে না কলমের কালিতে।

নিজের সঙ্গে বোঝাপড়ার দৌড়ে—
কজনই-বা সত্যিই হয় উত্তীর্ণ?