দূরে দাঁড়িয়ে আছ তুমি,তোমার শরীরের ঘ্রাণে—চোখদুটো ঝাপসা হয়ে আসে।তুমি কি এবারও আমায় দেখবে না?স্থির থেকো না, প্রিয়।জানি, তোমাকে পাবো—ঠোঁটের ভেতরে, চোখের অতলে, বুকের গভীরে,অস্পৃশ্য এক আদরে।নদীতে থেমেছ?কতটা ভেসেছ?জানো তো, আজও—আমি রাজি,তোমার জন্য একসমুদ্র যন্ত্রণা পাড়ি দিতে।