দশ-দশটা বছর!
ভুলে গেছি কত কিছু!
ভুলে গেছি 'অঞ্জলিকা' ফুল ফোটার উপযুক্ত সময়,
পাকা করমচার রং,
নদীতে জোয়ারের ধ্বনি,
চিলের নীরব সংগত।
ভুলে গেছি—বছরের কোন সময় হরিয়ালে ঢেকে যায় জলাশয়,
কখন জলের গায়ে হিজল ভেজে।
কত কিছুই ভুলেছি!
ভুলিনি—
আফ্রিকান বালিকার চুলের মতো ঘন কালো অন্ধকার রাত্রি,
মেরি মায়ের মুখের মতো পবিত্র প্রতিজ্ঞা।
কী আশ্চর্য—
মিথ্যের মুখও আজ পবিত্র দেখায়!