যোগাযোগ হারিয়ে ফেলেছি ধীরে ধীরে,
তোমার কণ্ঠ শুনি না বহুদিন।
যদি সব বন্ধ হয়ে যায়,
তুমি কি মনে রাখবে আমায়?
না কি একঝটকায় ছুড়ে ফেলে দেবে?
ভবিষ্যৎ আমার অজানা,
তবুও বলি—
তোমার বুকের ভেতর একটু জায়গা দিয়ো আমায়।
তুমি এখন আমাকে ভুলে গেছ,
আমি হয়তো ততটা গুরুত্বপূর্ণ নই।
তবুও বসে আছি,
তোমার সামনেই, অথচ—
দেখো, দূরত্বটা কেমন বিস্তৃত!
তোমাকে দেখি ব্যস্ত, ক্লান্ত, উদাসীন,
তুমি তাকাও না—এক বারও না!
আমি বসে থাকি, বইহাতে,
তোমার একচিলতে দৃষ্টির অপেক্ষায়।
আমার চোখে যদি চোখ না রাখো,
তবে বোঝাতে পারি না—
আমার কষ্টটা কত গভীরে গেঁথে আছে।