আমার সাময়িক বিদায়ে তুমি
কোরো না আক্ষেপ,
তোমার অনুভব রেখে যায়
এ শরীরে তীব্র ক্ষতের রেশ।
এ বেলায় এসে হয়ো না অপ্রস্তুত
তোমার জন্য আমার সমস্ত সুখ।
বাস্তব যদি আমাদের দূরত্ব বাড়ায় কভু,
ভেতরটা দিয়ে একবার ডেকে নিয়ো শুধু।
তোমার কল্পনায় আমি যতটা রঙিন,
আমার দৃষ্টিজুড়ে থেকেছ তুমি স্থির।
তোমার বিকল্পে আমি কতটা গ্রাহ্য,
তা যদি এ আত্মা আমার জানত!
এ সংকল্পে তুমি ছিলে প্রতিজ্ঞাবদ্ধ।