মায়াময় বিষাদ



অনুভূতির কতটা কাছে মৃত্যু?
বিরহের যতখানি গভীরে তুমি!

নিঃশ্বাসের আশ্রয়ে কতটা নীরব হতে জানো?
নিদ্রামগ্ন নিথর দেহে যতটা ঠাঁই নিয়েছ তুমি।

স্থির প্রণয়ের মৃদু আঁচে পোড়াও কেন নিজেকে?
দায়মুক্ত হব বলে।

তবে এতটা ভালোবাসলে কেন আমায়?
তোমার হৃদয়টাকে দু-ভাগ করে নিজেকেই দেখলাম, তাই।

এত তীব্র কেন তোমার প্রহসন?
তবুও তোমার মুচকি হাসির রহস্যকে ভেদ করতে অক্ষম।

জোরালো প্রতিশ্রুতির অভিলাষে বৃষ্টি নামালে কেন?
ছন্দপতনের ভয়ে।

তোমার মায়ায় আমার চোখ বেঁধেছ কেন?
আমি বড়ো ভঙ্গুর, তাই।
Content Protection by DMCA.com