অপূর্ণতার অনুধ্যান



১. যেখানে ফোটেনি পুষ্প,
জোটেনি একনলা ভাতও,
একটুকরো কাচও পড়ে থাকে না যেখানে,
মাতাল লোক পর্যন্ত বসতে যায় না যে-গলিটায়,
আমি সেই জায়গায় দাঁড়িয়েও ভেবেছি তোমায় নিয়ে।
বুঝেছি, তুমি থাকলেই আমি আছি; নয়তো আমি আলাদা করে আর কেউ নই, কেউ নই, কেউই নই।

২. দোষটা সেই রঙের, যে-রঙ নিজেকে ফুল ভাবত…

৩. ধরতেই যাকে পারিনি, তাকে ধরে রাখব কী করে!

৪. অভিমান করতে না পারা কোনো ক্ষমতা, কোনো শক্তি নয়। এটা একধরনের অক্ষমতা।

৫. যন্ত্রণার শিরায় শিরায় আমারই নাম; তুমি দোষ দিচ্ছ কাকে!

৬. অন্ধকারকেও চাদরে ঢেকে ফেলেছিলাম তোমার জন্য, আর তুমি কিনা বাতি জ্বালাতে দৌড়ে এলে!

৭. তোমাকে ততক্ষণই আমার ভালো লাগে, যতক্ষণ আমার চেয়ে পিছিয়ে আছ।

৮. তোমার চোখে তাকালে মনে হয়, একজীবনের সাধনাই বৃথা গেল আমার।

৯. আমার ঘা শুকোনোর আগেই আবার আঘাত করো। শুকিয়ে গেলে তোমায় আরেকটু বেশি পরিশ্রম করতে হবে।

১০. আমার চোখের জল জমিয়ে কুয়ো বানাব। অন্তত কুয়োর গায়ে আলপনা আঁকার দিনে তুমি এসো।