প্রতীক্ষায় আঁকা


সেদিন যখন ফোনের ও-পাশ থেকে তোর কণ্ঠস্বর শুনছিলাম, আমার সামর্থ্যের তোয়াক্কা না করেই তোকে ভালোবাসতে চাইছিলাম। একমুহূর্তের জন্য উপেক্ষা করতে পারলাম না তোর অপ্রকাশিত ভঙ্গিমায় আমাকে কাছে না পাবার সুস্পষ্ট আক্ষেপকে। তবু সমস্ত অনুযোগকে রক্তাক্ত করে তুই আমাকে বুকে টেনে নিতে যৎসামান্য‌ও বিলম্ব করতে তৈরি ছিলি না।

তুই যে আমার জন্য এখন অবধি অপেক্ষা করে আছিস, এই সত্যিটা জানতেই আমার চোখ-দুটো ছলছল করে উঠল! তোর কাছে থাকতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষাটা আবারও মনের গভীরে দাগ কেটে গেল। তুই কতখানি আমার হয়েছিলি, কতটা হতে পারব আমি তোর, তা আমার জানা নেই—এই মুহূর্তে জানতে ইচ্ছেও করছে না, কারণ ঠিক এই মুহূর্তে তুই আমাকে গভীর অনুভবে বলছিস…”ভালোবাসি”।

এতটা তীব্রভাবে আগে কেউ আমাকে ভালোবাসার অনুভূতি বোঝাতে পারেনি। ‘ভালোবাসি’ শব্দটাও প্রথম আমি গভীরভাবে অনুভব করতে পেরেছিলাম তোর আলিঙ্গনে।