পাণ্ডুর সন্ধেয় যেন নদীর ক্রন্দনে,
শুনছি দুঃখ-গীতি অনাদি প্রেমের;
মূক ব্যথা লভে প্রাণ শত জনমের;
অনাদি প্রেমিক জাগে আমাদের মনে।
তারা বেসেছে ভালো এই ধরণীরে,
তারও চেয়ে বেশি করে ধরণীর প্রাণী;
মৃত্যু যবে দিয়ে যায় যবনিকা টানি,
তারা হয় সমাহিত বিস্মৃতির তীরে।
ভালোবাসা অবিনাশী, প্রেম মৃত্যুঞ্জয়—
নশ্বর প্রাণীতে হয় তারও যে মরণ।
সকল প্রেমের উৎস করো তুমি জয়—
গণ্ডুষে ছেড়ে করো নদীর স্মরণ।
শৃঙ্খলিত প্রেম কাঁদে অবনীর পরে,
স্বর্গীয় প্রেমের খেলা অনন্ত অম্বরে।