অভয়বাণী

চলা তোর সহজ হবে...হবেই হবে
পথে তুই নিজকে ভুলে
চলার টানেই
চলবি যখন।

যেখানে তোর কাঁটার ঘায়ে বেদন জাগে,
সেখানে তোর ফুটবে মুকুল অনুরাগে;
যেখানে তুই পড়িস নুয়ে ব্যথার ভারে,
সেখানে তোর আপনজনে
সকল বোঝা
নেবেই ঘাড়ে।

চলা তুই করলি শুরু যাকে মেগে,
সে যে তোর আসার আশায়
ঘুম হারিয়ে
আছে জেগে।

যত তুই মরিস ঘুরে মনের ভুলে,
ফিরিস খুঁজে মুক্তোমণি সাগরকূলে,
তত সে আড়াল হতে হাতছানি দেয়;
সে যে তোর প্রাণের ঠাকুর,
বন্ধুকে তোর 
চিনবি কখন?
Content Protection by DMCA.com