এ জন্মে তো কোনোভাবেই হবে না তোমায় পাওয়া; যদি আবার কোনো জন্ম থাকে, যদি আবার সত্যি আসি পৃথিবীতে, মানুষ কিংবা পাখি, কীটপতঙ্গ… হই যা-ই, তোমায় যেন পাই সেই জন্মে।
তুমি তখন শুধু আমার হবে, আমি হব অদ্বিতীয়া— অন্য কারও স্পর্শ থাকবেই না, অন্য কোনো আলিঙ্গনও থাকবেই না, থাকবে শুধু আমার অসীম ভালোবাসা।
পরের জন্মে মিথ্যে বোলো না, ছল কোরো না, পরের জন্মে ভালোবেসো—অকৃত্রিম।
এ জন্মটা কাটিয়ে দেবো তোমায় ছাড়া, কেবলই স্মৃতি নিয়ে। পরের জন্মে তোমায় পাবো, ঠিক ঠিকই তোমার হব।