১. রাষ্ট্র কেবল ততটুকু বাক্স্বাধীনতায় বিশ্বাস করে, যতটুকুতে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয় না।
২. জীবনের সব প্রশ্নের একটাই উত্তর: মৃত্যু।
৩. মেয়েরা ফ্লার্টিং করতে করতে কখন যে প্রেমে পড়ে যায়, তা ওরা নিজেরাও জানে না। ছেলেরা ফ্লার্টিং করতে করতে কখন যে ভালো ফ্লার্টার হয়ে যায়, তা ওরা নিজেরাও জানে না।
৪. মেয়েরা গিফটকে ভালোবাসা মনে করে, ভালোবাসাকে গিফট মনে করে এবং ধরা খায়।
৫. ফাইভস্টার হোটেলের রেস্টুরেন্টে প্রতিদিনই খাওয়ার ক্ষমতা মানুষের তখনই হয়, যখন সেখানে যাওয়ার সময়টা তার হাতে আর থাকে না।
৬. ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা! হ্যাঁ, এই ভালোবাসাই মানুষের সমস্ত ভালোবাসাকে শেষ করে দিল!
৭. যার সঙ্গে কথা বলার সময়... ভয় নিয়ে কথা বলব, না কি নির্ভয়ে কথা বলব, এই সংশয়ে থাকতে হয়, তার সঙ্গে বড়োজোর কথা বলা যায়, গল্প করা যায় না।
৮. কারও সঙ্গে শুতে চাইলে ছেলেরা তাকে ভালোবাসি বলে, মেয়েরা তাকে ভালোবাসি বলায়।
৯. ভালোবাসা ভালো জিনিস, যদি সেখানে পাবার আশা না থাকে।
১০. অন্যের জীবন সম্পর্কে অপ্রিয় সত্যগুলি অকপটে প্রকাশের জন্য আত্মজীবনীর চাইতে চমৎকার কিছু আর হয় না।
১১. মেয়েরা বিয়ে না করে যে ভুলটা করে, ছেলেরা বিয়ে করে সেই একই ভুলটাই করে।
১২. ভুল করছ করো। তবে সাবধানে কোরো যাতে তোমার একটাও ভুল আমার কোনও ভুলের সঙ্গে ঝামেলা না বাধায়।
১৩. : চলো, একসঙ্গে ডিনার করি। : সরি, আমার পিরিয়ড চলছে।
১৪. গরিবদের জন্য কিছু করতে চাইলে সবার আগে ওদের কাতার থেকে নিজেকে বের করে আনতে হবে।
১৫. বেশিরভাগ সময়ই, 'আমি ব্যস্ত।', এর মানে, 'আমি তোমাকে সময় দিতে চাইছি না।'
১৬. প্রতিষ্ঠিত হবার অর্থ, সেই অবস্থানে পৌঁছে যাওয়া, যখন কাউকে সময় দেবার চাইতে টাকা দেওয়া আপনার জন্য সহজ।
১৭. সবলের কলার চেপে ধরতে ডানহাতের জোর লাগে। দুর্বলের কলার চেপে ধরতে হাতই লাগে না!
১৮. আত্মহত্যার জন্য কেবল ব্যর্থতাই যথেষ্ট নয়, সঙ্গে কিছু সাফল্যও লাগে।
১৯. কিছু মানুষ অপদার্থ বলেই অপদার্থ; কিছু মানুষ বুদ্ধিমান বলেই অপদার্থ।
২০. ধনীর পুত্র হবার সবচাইতে বড়ো সুবিধে হচ্ছে এই, বিরক্তিকর উপদেশ ও পরামর্শ কানে না নিলেও চলে।