১. তোমার দেওয়া শত আঘাতে নিয়ে প্রশ্রয়, এখন মৃত্যুতেই খুঁজে চলেছি নির্ভার আশ্রয়।
২. তৃষ্ণার জল খুঁজতে খুঁজতে পেলাম যখন, তখন দেখি, তৃষ্ণাই গেছে মরে!
৩. : আমার সঙ্গে কথা তোমার ফুরোয় না কেন? : নিজের সঙ্গে নিজের কথা ফুরোয় কি কখনও?
৪. হাসলে হাসো, তবু হাসি আটকে রেখো না ঠোঁটের কোণে; অমন করলে বড়ো এলোমেলো লাগে!
৫. ভালোবাসা তো এ জীবনে দিল অনেকেই; কখনও শান্তি দিতে পারলে...এসো।
৬. টুকরো-হয়ে-যাওয়া স্বপ্নের কতটুকু বাঁচলে পরে মানুষ বাঁচে?
৭. রাত ফুরোয় না, তবু জীবন ফুরিয়ে যায়!
৮. আমি বেঁচে নেই গো, তোমায় একপলক দেখার আয়ুতে আছি!
৯. চাঁদকে দেখেও বড়ো ম্লান লাগে, যখন তোমায় ভাবি! তুমিই বলো, ঐশ্বর্যের কি মানে আরও আছে?
১০. লড়াই দেখেই পালিয়ে গেলে! পুরস্কার তবে নিতে কেন এলে?
১১. ভালোবাসা হারাবার কষ্টের চাইতে বিশ্বাস হারাবার কষ্ট অনেক বেশি।
১২. সারাজীবন ধরে দীপই জ্বেলে গেলাম, আলোর দেখা আর পেলাম না!
১৩. বৃষ্টি আর বৃষ্টি! শীত কি বর্ষা... দিন কি রাত... বৃষ্টি আর বৃষ্টি!
১৪. জলের উপর এ কার পায়ের ছাপ? সে কি আর ফিরবে এ পথে?
১৫. এ এক তরুণের সমাধিস্তম্ভ! এক-শো বছর হতে চলল, তবু তার বয়সটা আর বাড়ল না।
১৬. অত চেঁচিয়ে চেঁচিয়ে ঈশ্বরকে যে ডাকো, তিনি যদি ভয়ে কখনও দেখা দিয়ে দেন, তখন?
১৭. কী এক স্বপ্নবাজ! সারাদিন ঘুমোয় আর স্বপ্ন দ্যাখে!
১৮. আইসক্রিমে, ফালুদায়; জ্বরে, সর্দিতে... আহা, আজি এ বসন্তে শীতের এ কী উদ্যাপন!
১৯. কানকথা কানে নেয়, বেচারার মাথাই তো নেই!
২০. হলদে পাখিটা বলে লাল পাখিকে, চলো, দু-জন মিলে রংধনু হই!