কেঁদেছি যাদের জন্য

যাদের ঠিকভাবে কবরস্থ করা হয়নি,
আমি ওদের সবাইকে নিজহাতে কবরস্থ করেছি।

যাদের জন্য কেউ কাঁদেনি মৃত্যুর পরেও,
আমি ওদের সবার জন্য কেঁদেছি।

কিন্তু আমার মৃত্যুর পর
আমার জন্য কে কাঁদবে?
আমি যে সারাটি জীবন
শুধু সেইসব মৃতদের জন্য‌ই কেঁদে চলেছি,
যাদের জন্য কাঁদবার কেউই নেই!
Content Protection by DMCA.com