: অ্যাঁই অ্যাঁই...আয়নাতে কে তুমি!? : আমি তোমার ভেতরকার তুমি।
: তুত্তুত্...তুমিইই...!? তুমি যাও, এই মুহূর্তে চলে যাও! : নিজের ভেতরটা দেখতে বুঝি খুব ভয় পাও?
: তোমার গায়ে কাপড় কই? : আমি যে সত্তা, মুখোশ-পরা মানুষ তো নই!
: জানি, চোখে পানি দিয়ে এলেই তোমাকে আর দেখতে পাবো না। : যাও, পানি দিয়ে এসো। এই বসলাম, আমি কোত্থাও যাব না।
: আচ্ছা, চলে যাবার জন্য তুমি কী নেবে? : তোমার মতন বাজে মানুষ আমাকে আর কী দেবে!?
: বিশ্বাস করো, আমি খারাপ নই, নই অতটাও বাজে! : তোমার মুখে কি বিশ্বাস শব্দটা সাজে!?
: অত খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলছ কেন? : তুমি কিছুই বুঝতে পারো না যেন!
: না, আমি কিচ্ছু করিনি, আমার কোনও পাপ নেই! : হা হা হা...পাপের কথা এইমাত্র বললে তো নিজেই!
: তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে! : নিজেকে কী করে রাখবে বলো ঢেকে?
: তোমায় খুন করে ফেলব আমি! : আমি না থাকলে কোথায় থাকবে তুমি!?
: জানি না, আমি একাই থাকব, ভেতরে কেউ কথা বলতে পারবে না! : আমি ছাড়লেও...মনে রেখো, তোমার পাপের বোঝা তোমায় ছাড়বে না।
: মরো এবার, গলা টিপে ধরব! : চলো তবে, একসঙ্গেই মরব!