ইচ্ছে হয়, তোমাকে জাপটে ধরে বলি, ভালোবাসি খুউব! ইচ্ছে হয়, তোমার চোখে চোখ রেখে চোখরাঙিয়ে বলি, ভালোবাসি খুউব! ইচ্ছে হয়, আলতো করে তোমার বুকে মুখটা ঘষে বলি, ভালোবাসি খুউব! ইচ্ছে হয়, এলোপাথাড়ি কিল ঘুসি দিয়ে বলি, ভালোবাসি ভালোবাসি…অ্যাই, ভালোবাসি তো! ইচ্ছে হয়, জোর করে ঠোঁটে ঠোঁট এঁটে দিয়ে বলি, ভালোবাসবই! ইচ্ছে হয়, পেছন থেকে চোখ দুটোকে দু-হাতের দু-তালুতে চেপে ধরে বলি, খুউব ভালোবাসি! ইচ্ছে হয়, ভরদুপুরে যখন তুমি কাজের চাপে দিশেহারা খুব, তখন হঠাৎ ফোন করে বলি, ভালোবাসি...এখন আমায় কী করবে করো দেখি! ইচ্ছে হয়, হরেক রকম করে ভালোবাসি! ইচ্ছে হয়, ইচ্ছে করেই খুব কাছে আসি! ইচ্ছে হয়, ভালোবাসি ভালোবাসি করে পাগল করি সারাক্ষণই! ইচ্ছে হয়, ইচ্ছেগুলো জলের তলে ফেলে ভালোবাসি আর শুধু ভালোবাসি! আমাকে এভাবে যে পাগল বলো, প্রেয়সী বলো, আমাকে যে নাকাল করো ভালোবাসার নানান কটূক্তিতে, যাও, মরার আগে আমার এই ভালোবাসার নামে, লিখে রেখে যাব ভালোবাসার গোটা একটা বাইবেল, দেখো! আমি চাই, জানুক সবাই, ভালোবাসা সত্যিই কতটা প্রকট হতে জানে!