ঝগড়াঝাঁটি

আম গাছে আম ধরে, জাম গাছে জাম,
তুই কেন গাছের আগায়? কান ধরে নাম!


কিছু বললেই হুঁ হুঁ করো, বোঝাও এটা সেটা,
আরও বলো, ‘আমি তো এখনও ছোটো!’…
বাদ দাও তো ওসব, তুমি হইলা বুইড়া একটা ব্যাটা!


কত করবি শয়তানি আর, এবার তুই থাম,
কেউ না জানুক, আমি তো জানি, তুই একটা বুড়া ভাম!


তোমার নামে মামলা করব, জারি হবে একশ চুয়াল্লিশ ধারা,
তার আগে তোমাকে আমি আবারও করব ন্যাড়া!


কত আদরের ডাকে ডাকি, ডাকি হাতির বাচ্চা,
মিয়া, আমার সাথে চালাকি করো,
আমি যা-ই বলি না কেন,
তুমি চালাকি কইরা কাটায়ে দিয়া কও,…
আচ্ছা, আচ্ছা, আচ্ছা…!


তুমি নিজেকে যা-ই করো মনে,
লোকে যতই বলুক তোমাকে…আহা সুন্দর, আহা সুন্দর!
আমি তো জানি তুমি কী জিনিস,
বজ্জাত কত, আর খাঁটি একটা বান্দর!


তুমি যতই পরো ফতুয়া, পাঞ্জাবি কিংবা গেঞ্জি,
মনে রেখো, ইউ লুক লাইক অ্যা বিশাল সাইজের শিপাঞ্জি!


তুমি যে ফাঁকি দিয়ে বেড়াও, আর আমায় বলো ভুলভাল,
ভেবেছটা কী, বুঝি না আমি কিচ্ছু?
তুমি একটা কেউটে সাপ, খচ্চর তুমি,
আরে সরি, না না, ইউ আর অ্যা বিচ্ছু!


খুব বাড় বেড়েছে? বেশি বেশি স্বাধীন তুমি আজকাল পুরোটুক?
ওসব ছেড়ে দাও তো এখুনিই,
নয়তো তোমার লেজে আমি আগুন ধরিয়ে
রামায়ণ-কাণ্ড শুরু করে দেবো, হে হনুমান উজবুক!
Content Protection by DMCA.com