বড়ো সাধ জাগে, তোমাকে দেখার, তোমাকে শোনার। ইচ্ছে হয়, আমার কথাগুলোকে একটা একটা করে গুছিয়ে তোমার কথাদের তাকে তুলে রেখে দিই। সাধ জাগে, আমাদের অনুভূতিগুলো বদলাবদলি করি। চলো না, করি! করবে? আমার সাধ হয়, আমার ইচ্ছেগুলোকে তোমার শখের সাথে তালাবন্ধ করে একটা ছোট্ট কুঁড়েঘরে যত্ন করে আগলে রেখে দিই। ভীষণ সাধ জাগে তোমার সময়টাকে আমার ঘড়িতে আটকে ফেলার। আহা, সাধ হয়, তোমার অফিসের কাজগুলো আমিই করে দিই, যেন তুমি তোমার প্রিয় কাজটা আরও সময় নিয়ে করতে পারো। কত সাধ জাগে, তোমার সবটুকু সাধ আমি পূরণ করে দিই, তোমার প্রিয় সব কিছু তোমারই পায়ের কাছে এনে ঠিক ফেলে দিই। আমার ইচ্ছে হয়, তোমাকে আরও একটু বেশি করে ভালোবাসি, এতটাই বেশি, যেন নিজেকেই ভুলে যাই সত্যি একেবারেই!