প্রিয়, আমি জানি, তুমি খুব ব্যস্ত থাকো, তবু
মাঝে মাঝে কী যে হয়...ঠিক বোঝাতে পারব না,
...তুমি কোনও দিন হয়তো বুঝবেও না।
না-ইবা বুঝলে, তবু তোমার প্রতি ভালোবাসা কিংবা টান
একই থেকে যাবে।
বিশাল আকাশকে কি একটুকরো মেঘ কখনও
অধিকার করতে পারে, বলো!
তবুও তো মেঘ ভাবে,
ওকে যে সবচে' বেশি মানায় আকাশেরই বুকে!
গ্রহণ লাগলেও তো আলো ছেড়ে যায় না সূর্যকে!
আর ওদিকে পাহাড় ভাবে, সে তো দূর থেকেও সুন্দর!
হয়তো এই নির্মম সত্যই তোমার সংবেদনশীল মনটাকে
পার করে দিচ্ছে এক কর্মময় জীবনসমুদ্র!
পথ নাহয় আলাদা, তবুও সমান্তরালে থেকো, প্রিয়!
আবর্তন নাহয় করলেই-বা ভুলে কখনও...!
নিজের বৃত্তে শান্তিতে থেকো সব সময়...!
ছাদটা কখনও এক হবে না জানি,
তবুও আকাশটা তো এক হয়ে রবে দুজনের!
নীরব ভালোবাসায় নাহয় জীবনটা কেটেই যাবে এবার...
পরের জন্মে---
বোধনা হবে তুমি আমার, বেদনা নয়!
আমি জোৎস্না হয়ে গলে পড়ব তোমার বুকে,
অশ্রু হয়ে তোমার ঠোঁট ছোঁব ঠিকই!
আর আজন্ম তৃষ্ণা নিয়ে তুমি আমায় পান করবে...!
সেদিন, তোমার নগ্নশরীরে শুধুই আমার গন্ধ পাবে,
সলজ্জ সাধে আমায় খুঁজবে সবখানে...।
আবার আমাদের নতুন করে প্রেম হবে, দেখো!
আর আমরা এক হয়ে যাব দুজন মিলে।