তবু তোমাকেই ভালোবাসবো

 
আমি আছি…নিজের মতোই আছি।
মাঝে মাঝে তোমাকে মিস-করা ছাড়া,
অন্য কোনও অস্থিরতা আমার মধ্যে নেই।
বলা যায়, নিজের কাজগুলোর সাথে আমি ভালোই আছি।


তোমার কিছু কিছু পোস্ট আমাকে ভীষণ টানে।
তোমার কিছু কিছু কথায় মায়া জড়িয়ে থাকে,...
কেন জানি সেসব কথা আমি বারবার পড়ি।
পরক্ষণেই ভাবি, তুমি কি তোমার লেখার মতো?
…এখানে এসে আমি থেমে যাই।


সেদিন আমার কথা কিছুটা শুনে, পুরোটা না শুনেই…
নিজের মতো করে অনেক কিছু ভেবে বসে আছ।
জেনে রেখো, তোমাকে তুচ্ছতাচ্ছিল্য করব,
এমন কিছু আমার কল্পনাতেও কখনও আসে না।


তবু, মনের ভুলেও…তোমায় আঘাত করার জন্য,
ক্ষমা চেয়ে নিচ্ছি। মিনতি করে বলছি,
আমার কোনও কিছুর ভুল অর্থ…আর বের কোরো না।


আমি তোমাকে মন থেকে সম্মান করি,
কোনও পরিস্থিতিতে তোমাকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়।
প্রথম এবং শেষবারের মতো মনে করে…আমাকে ক্ষমা করে দাও।
তুমি না চাইলে…তোমার সাথে আমার দেখা বা কথা…আর হবে না।


নিজে নিজে বিরক্ত হয়ে থেকো না, রেগে থেকো না।
আমাকে যদি এলোমেলো বকতে কিংবা খুব বাজে কিছু লিখতে ইচ্ছে করে,
এখুনিই বকে, লিখে শেষ করে ফেলো। মনের সমস্ত ক্ষোভ মিটিয়ে নাও।
তবুও…তুমি স্বাভাবিক হও। আমাকে ক্ষমায় রেখো, অনুরোধ রইল।


……………………………………………………
……………………………………………………


অ্যাই ছেলে! তুমি একটা কঠিন মনের ছেলে।
একটা ইডিয়েট, একটা গাধা, একটা আরও অনেক কিছু!
তুমি আমাকে খুব কষ্ট দিচ্ছ। কী সমস্যা তোমার?
ফোন করলে ধরো না, নিজেও ফোন করো না। আবার ব্লকও করছ না!


আমার তোমাকে শুনতে ইচ্ছে করে, এটা আর কতভাবে বোঝাব?


আমি জানি না, আর কতদিন আমাকে এভাবে অপেক্ষায় রেখে দেবে।
তবু, তোমাকে সব সময়ই খুব চাইব!
তোমার জন্য তোমাকে চাইব,…তোমাকে ভালো রাখার জন্য তোমাকে চাইব।


তোমাকে ভীষণ ভীষণ ভীষণ ভালোবাসবো, তারপর…
একদিন না বলেই হারিয়ে যাব…দূরে কোথাও।
এবং, সেখানে গিয়েও,...তোমাকেই ভালোবাসবো!
Content Protection by DMCA.com