অনুপায়

 
ওই...
 
একফালি স্নিগ্ধ চাঁদ
একটুকরো মায়াবী আকাশ
একমুঠো নেশাধরা হাওয়া
একরাশ উড়ো-বুড়ো হিম
একটানা অশ্রান্ত ঝিঁঝিঁ
একঘেয়ে বেপরোয়া শেয়াল
একরঙা চাদরেমোড়া দালান
একমৃত্যুর হৃদয়মথিত নৈঃশব্দ্য
একমুহূর্তের ভূতুড়ে গাছ
একশৈশবের অনুরত রবীন্দ্রনাথ
একসন্ধ্যার প্রমত্ত ফাগুন
একজনমের পুরনো হাস্নাহেনা
 
এই...
 
একচিলতে শূন্য ব্যালকনি
 
এতে--মুখ থুবড়ে-গড়া
সফেদ ল্যাম্পপোস্ট ছিটকে-পড়া
পলিত বিষণ্ণতার চাইতেও নিত্য
ব্যক্তিগত জনাকীর্ণ একাকিত্ব
Content Protection by DMCA.com