তুমি থমকে দাঁড়ালে একবার...
পুরোনো দিন যেতাম ছুঁয়ে,
যদি না থামে এ বৃষ্টি...
আমাদের ফেরা হবে কি?
হুট করেই একদিন
সব কথা শেষ হয়ে যায়,
ধুলো জমে যায় চেনা স্মৃতিতে,
তুমি থেকে যাও সমাপ্তিতে।
হঠাৎই একদিন ফিকে হয়ে যায়...
প্রজাপতির ডানায় আঁকা আমার পৃথিবী।
হুট করেই বন্ধ হয়ে যায়
রঙিন কোনো মুহূর্তে—
আমাদের বাড়াবাড়ি।