তুমি যে আর কখনোই—
কথা বলতে পারবে না...
তোমার কষ্ট হচ্ছে না?
এখনও আমি নিঃশ্বাস নিতে পারি;
আমার অনুভূতি-জুড়ে
বুনেছি তোমার স্মৃতি,
আত্মায় তোমার স্পর্শ...
রয়েছে অবশিষ্ট,
কিছু কথা লিখে যেতে—ঠিকই পারব।
তুমি যে আর কিছুই...
দেখতে পাচ্ছ না,
এ অন্ধত্ব মেনে নিতে—
তোমার আক্ষেপ হয় না?
আমার অর্ন্তদৃষ্টি
এখনও সজাগ আছে;
তোমার চোখের দৃষ্টিতে,
আমায় বাঁচিয়ে রেখো...
আজ না হোক—
একটা সময় পরে গিয়ে
তোমার সামনে দাঁড়াব।
হিসেবের ভিড়ে আমি চাই না ছুঁতে
ব্যস্ত সময় যত,
তোমার দিনের শেষে
অল্প আবেগে আমি ফুরিয়ে গেছি...
তোমায় আর পিছু ডাকব না।