তোমার এতটা কাছে থাকতে...
আমার ভীষণ অস্থির লাগে।
তুমি কি জানো,
তুমি যখন আমাকে খুব বেশি আদর করো,
তোমার সমস্ত সুখের ভারটা যেন...
আমাকেই সমর্পণ করো।
আমি যদি সেই ভার বইতে অক্ষম হই?
তবুও ভীষণ কষ্ট চেপে...
আমায় জড়িয়ে ধরবে?
তোমার খুউব কাছে যেতে
আমার বড্ড ভয় হয়—
তোমাকে হারানোর ভয়।