তুমি হয়তো কখনও
জানতেই চাইবে না—
তোমার কাছ থেকে দূরে থাকতে
কতখানি কষ্ট হয়েছিল আমার।
তুমি হয়তো কখনও
শুনতেই চাইবে না—
তোমাকে কতটা ভালোবেসেছি আমি।
তুমি হয়তো কখনও
বুঝতেই পারবে না—
তোমাকে ছুঁয়ে আমি
কতখানি শান্তিতে চোখ বুজেছিলাম।
হয়তো কখনও
দেখা হবে আমাদের,
মৃত কোনো এক জলদ-শহরে।