হঠাৎ সেদিন নিজের কাছেই ধরা পড়ে গেলাম! হ্যাঁ, আমি তোমাকেই ভাবছিলাম, আমি পুরনো সময়ের কথাই ভাবছিলাম। এবং, আমি সত্যিই জানি না, মন কেন বার বারই অমন করে! কেন সেইসব জায়গাতেই মন ফিরে ফিরে যায়, যেখানে সত্যি সত্যি ফিরতে সে কখনওই পারবে না! হয়তো এর নামই সেরে ওঠা। হয়তোবা এর নামই শাস্তি পাওয়া। অথবা এমনও হতে পারে, আমি কীভাবে এই জায়গায় এলাম, এটা তা-ই মনে করিয়ে দেয়।