নির্দিষ্ট সীমানায় বন্দি তুমি,
তবু কী অপার, কী অসীম!
বনানীর মতো সবুজ—
দূরত্বময়, দুরন্ত, অধরা!
ঝর্নার নিচে অবহেলায় বেড়ে-ওঠা
একটি ছোট্ট চারাগাছ দেখেছিলে কি তুমি?
সেই সুউচ্চ চূড়া থেকে?
চারাগাছটি আমিই ছিলাম।
আমি নিজেকে গড়েছি, গড়ছি—
শতকোটি বছর ধরে।
নিঃসঙ্গতার মাটি আঁকড়ে,
আলোছায়ার গভীরে—নীরব, নির্ভর, অটল।
তুমি ধাবমান জল হও,
গর্জমান সমুদ্র হও,
আমি বালসা কাঠ হয়ে
তোমার বুকে ভাসব আমৃত্যু,
কি দৈব ঝড়, কি তীব্র রোদ্দুর—
তোমার স্রোতের দোলায় অমলিন!