স্রোতের গায়ে শুয়ে

দেখা হবে না আর কখনও,
হবে না আর কথাও;
চোখের জলের মতন করে
আড়াল করব ব্যথাও।
 
 
অবাক হতে পারি না আর খুব চাইলেও,
এটাই অবাক করে;
বলতে পারো, একটা মানুষ পৃথিবীতে
কয় বার করে মরে?
 
 
অবশ্য তুমিও তো মৃতেরই দলে,
এসব বলতে তোমার‌ও বাধে;
নীরবে সবটা এমন মেনে নিয়ে
স্রোতে ভাসছ কি আর সাধে!
Content Protection by DMCA.com