আমার সাথে এ অলিখিত বোঝাপড়ায়
তুমি ক্লান্ত হয়ো না।
এ জীবন ফুরিয়ে গেলেও
তোমার-আমার দূরত্ব বাড়বে না।
এ শরীর মাটিতে মিশে গেলেও
আমার স্বপ্নের দাফন হবে না।
এ স্মৃতি পুড়িয়ে ফেললেও
শেষপর্যন্ত আমাদের দেখা হবে না।
আমার সাথে এ অলিখিত বোঝাপড়ায়
তুমি ক্লান্ত হয়ো না।
এ জীবন ফুরিয়ে গেলেও
তোমার-আমার দূরত্ব বাড়বে না।
এ শরীর মাটিতে মিশে গেলেও
আমার স্বপ্নের দাফন হবে না।
এ স্মৃতি পুড়িয়ে ফেললেও
শেষপর্যন্ত আমাদের দেখা হবে না।