স্মৃতির আত্মাহুতিতে



আমাদের যোগাযোগ থেমেছে—
কোনো এক অদ্ভুত কারণে
আমাদের মধ্যকার দূরত্ব বেড়েছে বহুগুণে।

কল্পনায়, আমাদের অনুভূতির শঙ্খচিল
যখন আকাশ ছুঁইছুঁই...
তক্ষুনি যেন এক দমকা হাওয়া এসে
আমার সব স্মৃতিশক্তি কেড়ে নিল।
তুমিও আঁকড়ে ধরলে সেই আহত পাখিটিকে।

প্রথম বারের মতন—
তোমার বুকের গভীরটা আমায় দেখালে,
যদিও পুরোনো কিছুই এখন আর
আমার মনে নেই।
তবে কি ওরা...
স্মৃতির আত্মাহুতিতে আটকা পড়েছে?

তোমার শরীরজুড়ে এত যে ক্ষত...
দেখে ভীষণ কষ্ট হচ্ছে আমার,
বুকের ভেতরটা অজস্র বার
যন্ত্রণায় ছটফট করছে!

কিন্তু, তুমি কে?
তোমাকে ছুঁয়ে থাকতে—
আমার এমন নিঃস্ব লাগছে কেন?
এই মুহূর্তটা এতখানি নিস্তব্ধ যে?
আমরা কি পূর্বপরিচিত?