স্ববিরোধিতা

যে আসতে চেয়েছিল,
তাকে আসতে দিইনি।
যে এসেছে, এমন নয়,
সে জোর করে এসেছে।

তবু আমি দরজার দিকে তাকিয়ে থাকি।
এই তাকিয়ে-থাকাটা...
আর ফিরবে না যে, তার জন্য অপেক্ষা,
না কি কোনও প্রস্থানের পূর্বাভাস,
না কি এ নিছকই একধরনের পলায়নপরতা,
এইসবের কিছুই মাথায় না এনেও...
আমি দরজার দিকে ঠায় তাকিয়ে থাকি।

সময় কি তবে সময় ভালোবাসে না?
না কি কেবল আমার বেলাতেই সময়ের এই স্ববিরোধিতা?
Content Protection by DMCA.com