স্বপ্নভঙ্গের সুর



: অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আপনার হৃদয়ের সন্নিকটে আমার প্রণীত স্পন্দন! বিদায়লগ্নে এসে উপস্থিত হয়েছে এক মহাসংকট, এ অনুরক্তি ছেড়ে কিঞ্চিৎ দূরত্বে অবস্থান নেওয়া যদিও একেবারেই অসম্ভব। তা সত্ত্বেও আপনার হৃদয়ে প্রণয়ের সাক্ষ্য হতে রহস্যময়তাকে অবিচ্ছেদ্য রাখতে আমার অনুভূতির অস্পষ্ট উপস্থিতিকেও সুনিশ্চিত করেছে আপনার সম্যক চৈতন্য।

: অসম্ভাব্য এ সমন্বয়ের রেশে স্তম্ভিত আমার হৃদয় আসন্ন মায়াজালে ক্রমশ আবদ্ধ হতে চলেছে। এ ভ্রম কি তবে অফুরান?

: হে একাকী বিচরণকারী, যে-প্রমত্ততায় এ প্রশান্ত ঘর নৈবেদ্য করলাম আপনার চরণে, আপ্লুত অনুচিন্তনে আপনার বিমোহিত চিত্তে অনুপ স্থিতি আবশ্যিক।
Content Protection by DMCA.com