স্পর্শের পূর্বনিষেধ



তখন বলতে চেয়েছিলাম—
তোর গায়ে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে,
তোর পাশে থাকতে চাইছি খুব,
কিন্তু পারিনি...

তুই আমায় অনুমতি দিবি না,
জানি তো—
তবুও, তুই মাথা ঘুরলেই দেখি,
আমার সমস্ত নীরবতা,
তোর দিকে এগিয়ে আসে।
Content Protection by DMCA.com