তখন বলতে চেয়েছিলাম—তোর গায়ে একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে,তোর পাশে থাকতে চাইছি খুব,কিন্তু পারিনি...তুই আমায় অনুমতি দিবি না,জানি তো—তবুও, তুই মাথা ঘুরলেই দেখি,আমার সমস্ত নীরবতা,তোর দিকে এগিয়ে আসে।