প্রচণ্ড এক সুখকর অনুভূতিতে
শরীরটা অবশ হয়ে আসছিল,
আমি সহ্য করতে পারছিলাম না।
তুই আমার ভীষণ কাছে এসেছিলি—
যেন আমি চাইছিলাম
জোর করে নিঃশ্বাস বন্ধ রাখতে!
এমন জোরালো অনুভূতি
কল্পনায় আনা কী করে সম্ভব—
আমার জানা নেই।
তুই আমার কে,
তা-ও আমার জানা নেই।
আয়, তোর শরীরের ঘ্রাণ
নিঃশ্বাসে রাখি।
আয়, তোর চোখের গভীরে জমে-থাকা ক্ষত
ছুঁয়ে দেখি।
আয়, তোর বুকের উষ্ণতা
আমার অনুভবে মেশাই।
তোর স্পর্শে জ্যান্ত যে-মুহূর্তটুকু,
আঁকড়ে ধরে বাঁচি।