স্থির ঘূর্ণি




১. কার‌ও কার‌ও স্থির চোখ দেখে আপনি বুঝতেই পারবেন না, কতটা অস্থিরতা নিয়ে সে ওই লোকটার জন্য অপেক্ষা করছে, যাকে সে নিজেই একদিন জীবন থেকে বিদেয় করে দিয়েছিল। তাই মানুষকে বিচার করার চেয়ে বড়ো ঠাট্টা আর হয় না।

২. যে কাউকে মাথায় তুলতে সময় নেয়, তার মাথায়ই ওঠা উচিত; টুপ করে পড়ে যাবার ভয় থাকে না।

৩. একজন পুরুষ সহবাসের আগে আর একজন নারী সহবাসের সময় যা বলে, তা বিশ্বাস করতে নেই।

৪. ডুবে ডুবে জল খেয়ে প্রেম করার চেয়ে ডুবে ডুবে জল খেয়ে সাঁতার শেখা ভালো। দ্বিতীয়টায় সময় নষ্ট হয় না কিন্তু!

৫. পুরুষ শরীর কিনতে টাকা দেয়, নারী সঙ্গ পেতে শরীর দেয়।

৬. অন্যকে প্রচুর সন্দেহ করে যারা, একসময় তারা নিজেদের অস্বস্তিকে নিয়েও সন্দেহ করা শুরু করে।

৭. মানুষের জীবনের একমাত্র সত্য হচ্ছে মৃত্যু, মানে একা থাকার যাত্রা। অথচ মানুষ সারাজীবন একা থাকার চর্চা না করে অন্যদের প্রতি মায়া বাড়ায়।

৮. যদি পাপ-পুণ্যের কোনো জবাবদিহি করার ব্যাপার না থাকত, তবুও কিছু মানুষ আজীবন পাপ করে যেত, আর কিছু মানুষ আপনমনে পুণ্যই করে যেত।

৯. যদি কোনো মানুষ আগেই জানতে পারত, মৃত্যুর পর আত্মীয়স্বজন তার অনুপস্থিতে কী করবে, কী বলবে, তাহলে সে আর একমুহূর্তও অন্যের সুখের জন্য বেঁচে থাকতে চাইত না।

১০. কিছু আবেগ চরম বাস্তবতাকেও মাঝেমধ্যে ধুয়েমুছে দিয়ে চলে যায়।