নিজেকে তীব্রভাবে পরিচয়বদ্ধ করেছি
কেবল অন্তিম সমর্পণের লগ্নে—
অসহনীয় সুখে কিংবা যন্ত্রণায়,
অভিজ্ঞতা বা দুর্ঘটনায়।
ইতোমধ্যে, উপাস্যদের নিন্দাসূচক বিশেষণে তাড়িত
একধরনের সুদূরমগ্নতায়—
প্রতিবিম্ব সরে ত্রমশই স্বরূপ সুস্পষ্ট হলো।
অদৃশ্য এক আয়নার সামনে এসে দাঁড়ালাম—
আয়নার পেছনে ছিল আমারই চিন্তন।
আমি এতকাল কিছুই দেখলাম না?
বিহ্বল চিত্তে—ভয়ংকর এক নীরবতা গ্রাস করতে আরম্ভ করল।
এ কী! জীবনটা তো উপভোগ করাই হয়ে ওঠেনি!
অথচ, মুহূর্তেই স্তব্ধ হবে সমস্ত কোলাহল...
আমার গন্তব্য তবে কোথায় হতে চলেছে?