সোহাগ

মনে পড়ে, খুব মনে পড়ে তোমায়, প্রিয়!
মনে পড়ে, সঙ্গমরত যখন তুমি আমার বুকের ওপরে,
আমি তোমায় জড়িয়ে আছি শক্ত করে, বলেছিলে—
আমার চোখে তাকাও, সোনা!




আমি তাকালাম, আনন্দে পাগলপ্রায় তুমি বললে—
তুই শুধু আমার, শুধুই আমার!
তখন আরও শক্ত করে জড়িয়ে ধরলাম তোমায়,
সুখে কেমন আড়ষ্ট স্বর তোমার কণ্ঠে…
সেই স্বর পৃথিবীর সব থেকে মধুর ধ্বনি, শ্রেষ্ঠ সংগীত।




সেই যে আমি তোমার হলাম…শুধুই তোমার,
অন্য কারও হতে পারলাম আর কই!
সেই অতুলনীয় সংগীত শোনার ইচ্ছে আমায় আকুল করে,
তুমি এই বুকে এসে আবার শোনাও সেই প্রার্থনাসংগীত, যাতে প্রশান্ত হয় এই মন।




আর একবার আমাকে তোমার করে নাও,
কানের কাছে ঠোঁট নেড়ে বলো…
তুই শুধুই আমার, আর কারও নোস!
Content Protection by DMCA.com