সেই মেয়েটি

যায় চলে যায়, ওই যায় সেই মেয়েটি,
যায় আর চায় গো সে, হাসে মিটিমিটি।
মিলিয়ে যায় সে যে স্নিগ্ধা নদীর বাঁকে,
রাঙা চরণ তার পথের যে ছবি আঁকে।

ডাগর আঁখিতে তার মিঠে অঞ্জন,
গুনগুন গানে সে তোলে গুঞ্জন,
খোঁপায় সাজায় সে কনকচাঁপা,
কানে দোলে লাজে তার রঙিন জবা।

কপালেতে কুমকুম—
পায়ে বাজে রুমঝুম,
গলে দোলে রক্তপলাশ,
আঁখিতে সুবাস তিয়াস।

দুষ্টু কুন্তল—
চুপি চুপি ছুঁয়ে যায়
ফাগুন কপোল।
তার চলার আনন্দে—
ফুলের গন্ধে
বাতাস উদাস হয়
অজানা ছন্দে।

যায় চলে যায় ওই কাজল-মেয়ে—
গুনগুন সুরেতে মিষ্টি গেয়ে।
Content Protection by DMCA.com