আমার ভুল হয়েছে… অপরাধটা এবার আমি সত্যিই করে ফেলেছি! যা-কিছু ভুল হয়েছে আজ অবধি, যত অন্যায় আমি করেছি তোমার সাথে, তার সমস্তটুকুকে আজ আমি আমার হৃদয়মথিত নতিস্বীকারে, এই অনুতপ্ত মনের বেদিতে অনুশোচনার আগুনে পুড়িয়ে তোমার পায়েই সঁপে দিলাম। তুমি আমাকে এবং তারই সাথে আমার অপরাধ আর সব ভুলকে তোমার পদতলে পিষে ফেলো, কিংবা আমাকে তুমি তোমার সমস্ত ক্ষোভ নিংড়ে দিয়ে... চাইলে মেরেই ফেলো! তবুও, আমার অনুশোচনাটুকু, আমার অনুতপ্ত হবার স্বীকারোক্তিটুকু অগ্রাহ্য তুমি কোরো না ভুলেও… আমার ভুল হয়েছিল সূর্যগ্রহণকালে, আমার ভুল হয়েছিল চাঁদের আরও আধখানা অস্তিত্বে মুগ্ধতা না খুঁজে, আমার ভুল হয়েছিল তোমার সম্পূর্ণ বিশ্বাসে অসম্পূর্ণ প্রেমের মাহাত্ম্য বুঝতে! বিশ্বাস করো, আমার ভুল হয়েছিল তোমার সমস্ত কঠিন সেইসব উদাস মুখোশের আড়ালে থাকা সেই হৃৎপিণ্ডের টানটা অনুভব করতে, সেই অপ্রকাশ্য এবং একান্তই ব্যক্তিগত একমাত্র আমার তুমিকে ঠিক বুঝতে! একেই বলে ব্যর্থতা! পরাজয় যে এ ভিন্ন আর কিছু নয়! আমি অন্যায় করে ফেলেছি গো! এত সীমাবদ্ধতা মনে যার, সে তোমায় পূজনীয় হিসেবে পায় কী করে? এই কষ্টবিদ্ধ মন সীমান্তবর্তী ভাঙচুরেও, সমস্ত নীলকমলে তোমাকেই খুঁজে চলেছে… আমার অন্যায় হয়ে গেছে! বড়ো ভুল হয়েছে! সত্যিই অনুতপ্ত আমি!