এক।
প্রারম্ভে...সুপ্ত ছায়ার পিছুটান;
শ্বাসরুদ্ধকর স্বপ্নের দাফনে—
তোমার আবির্ভাব।
দুই।
: হঠাৎ অমন করে চলে গেলে কেন?
: তোমার অশ্রু সহ্য করতে না পেরে।
: এতখানি দ্বিধায় জড়িয়ে রেখেছ কেন নিজেকে?
: তোমার যোগ্য নই বলে।
তিন।
এসো, অন্তর্জালে বৃষ্টি নামাই।
এক যন্ত্রণাবিহীন মৃত্যুর পরিশ্রুত আবরণে
নিয়তি সাজাই।
যেন অন্তিম বিরহে হয়—
প্রতীক্ষমাণ সৃষ্টির বিনাশ।