সামান্যটুক চাওয়া

যদি চাইতে পারার অভয় দাও তো
তোমাকে আরও একবার ভালোবাসার অধিকারটুকু চাই।
না, কিছু মুহূর্তের কিংবা কয়েকটি মাত্র দিনের জন্যে নয়,
এবার বরং তোমায় অনন্তকাল ধরে ভালোবাসার অধিকারটা চাই।




তোমাকে দুহাতের মুঠোয় বন্দি করে, সকলের কাছ থেকে আড়াল করে,
জড়িয়ে ধরে ভালোবাসতে চাই।
এইবেলায় তোমার ঠোঁটের উপরে ঠোঁট রেখে,
হাতের উপরে হাত আর চোখের ওপারে চোখ রেখে ভালোবাসতে চাই।




আমার দুহাত দিয়ে তোমার মুখটি আলতো করে চেপে ধরে
তোমার ঘুমন্ত দু’চোখে-মুখে প্রাণভরে চুমু খেতে চাই।
এবারে কোনও কামনায় কিংবা বুকের মধ্যে ঢেউ তুলে তোলপাড়-করা
কোনও অনুরণনে নয়, বরং
তোমার চোখের তারায় এই চোখদুটোকে যেদিকে খুশি,
যেভাবে খুশি হারাতে দিতে চাই।




এইবার কোনও যুদ্ধজয়ের উল্লাসে কিংবা পরাজিত সৈনিকের বেশে নয়,
বরং তোমার ভাবালুতায় আর বিশ্বস্ততায়,
তোমার ভালোবাসায় কাতর একটি অত্যন্ত সাধারণ
হেরে-যাওয়া নারী হয়ে ভালোবাসতে চাই।




কোনও এক নারীর শারীরিক প্রেমে নয়,
বরং প্রেমের অভিন্ন আত্মা হয়ে
আমার আজন্ম ভালোবাসাকে ভালোবাসতে চাই।
ওইটুকু সাধ পূরণের অধিকার দেবে আমাকে? দেবে, বলো?
ভালোবাসতে পারার আরেকটি অখণ্ড অবসর…দেবে?
আরেকটি সুযোগ নিজেকে তোমার মতো করে মেলে ধরবার…দেবে, বলো?




আরেকটি বার কেবলই তোমাকে ভালোবাসার জন্যে,
কেবল তোমারই হয়ে আমি জন্মাতে চাই।
নিজেকে সম্পূর্ণ ভেঙেচুরে নয়,
কেবলই তোমার হাতে আলতো করে হাতটি রেখে,
দূরত্বের পর দূরত্ব এলেও শুধুই তোমার হয়ে,
তোমার সাথে এই জীবনের বাকিটুক পথ
যেমন তেমন করে হলেও পাড়ি দিতে চাই।
আমি আরেকটি বার কেবলই তোমার হয়ে,
তোমাকে ভালোবাসার অধিকারে জন্মাতে চাই।
Content Protection by DMCA.com