মাঠেমাঠে দেখো কেমন সর্ষে জ্বলছে!
আমের মুকুল খুলছে দেখো,
ফুলগুলি যেন মেলছে ডানা,
শাখায়শাখায় পাখির গানে কী উৎসব!
কুমারী বসেছে হাতে নিয়ে যত সাজসজ্জা,
মালীকন্যে বয়ে নিয়ে আসে ফুলের ডালি,
কত রঙে ফুল দুলছে দারুণ সবার হাতে!
এসেছে সবাই। আসেনি কেবল, বলেছিল যে,
এলে বসন্ত আসবে তো সে!
কত দিন গেলো, মাস ফুরল, ঘুরল বছর,
কিংবা শতক, তবু এলো নাতো সে!
আসবে কি আর?