একটা সম্পর্ক যান্ত্রিক কিছু নয়। বাইনারি কোডিংয়ে কমান্ড করলেন আর সম্পর্ক হয়ে যাবে, ব্যাপারটা তা নয়। সম্পর্ক গড়ে ওঠে; কিংবা বলতে পারেন, সম্পর্ককে গড়ে তুলতে হয়। বড়ো কিছু থেকে সম্পর্ক ভাঙতে পারে, তবে একটা মজবুত সম্পর্ক গড়ে তুলতে ছোটো ছোটো ব্যাপারগুলোই মূলত কাজ করে চমৎকারভাবে!
বিষয়গুলো এতটাই সূক্ষ্ম যে, আপনি আসলে আলাদা করতেই পারবেন না, ঠিক কোন কারণে মানুষটার গুরুত্ব আপনার কাছে এত বেশি। বিশ্বাস করুন, যদি আলাদা করতে পারেন, তবে মানুষটাকে নয়, তার বিশেষ গুণটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন। গুণটাতে ভাটা পড়লেই আপনাদের সম্পর্কেও কিন্তু আনন্দ আর ভরসার জোয়ারটা আর আসবে না। অথচ দেখুন না, চাঁদকে সময় দিলেই ভাটায়ও ঠিকই ভাটা পড়ে। আপনি মানুষ না খুঁজে গুণ খুঁজলে শেষমেশ আর মানুষ পাবেন না।
যারা জনে জনে নিজের মনের মতো মানুষ খুঁজে বেড়াচ্ছেন আর ভাবছেন, এবার সম্পর্কটা পাকাপাকিভাবেই করব, তাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে, যদিও কোথাও কোথাও, আজও মানুষ কিনতে পাওয়া যায়, তবু আত্মিক মানুষের বাজার কোত্থাও নেই। তবে সুখের সংবাদ কী, জানেন? এখানে, এই পৃথিবীতেই, আমাদের সবারই আত্মার মানুষের বসবাস। গুরুত্বের গুরুত্ব দিতে জানলে একদিন আপনিও গুরুত্ব পাবেন, আর সেই সাথে বাঁধা পড়বেন দারুণ একটা সম্পর্কে!
তারপর সেই সম্পর্কে থেকে থেকে একদিন আপনিও, স্পর্শ থেকে ছোঁয়ার যে দূরত্ব, তা পেরিয়ে আসবেন; বিশ্বাসকে ছাড়িয়ে ভরসার পথে হাঁটবেন। একদিন আপনিও দেখবেন, এ জীবনে জীবন সুখ মাড়িয়ে গেলেও শান্তিরা এখানেই চিরসতেজ।