সম্পর্কের আনমনা



: তুই এসেছিস?
: আজও আমার জন্য তোর চোখে অভিমানেরা নির্বাসিত?
: তোর অপেক্ষায় কাটানো আরও কিছু প্রহরে, আমি প্রতিমুহূর্তে খুব বেশি ভালোবেসে ফেলেছি তোকে।
: কেন তুই এমন পাগল?
: তোর জন্য।
: চল না, হারিয়ে যাই।
: পাগলি, কোথায় যেতে চাস?
: তোর যে অনেক ব্যস্ততা... যেতে পারবি আমার সাথে? আমার মতো তুচ্ছ মানুষের সাথে থাকা যায় না বোধ হয়। খুব করে চেষ্টা করেছিলাম তোকে নিয়েই বাকিটা সময় কাটিয়ে দিতে... তোর মতো করে কে বুঝেছে আমায় কবে!
: তোকেই আমার কাছে রেখে দেবো, পাগলি... আর কোথাও যেতে হবে না।
: তোর সাথে কথা বলতে না পারলে ভীষণ অস্থিরতায় ছটফট করে বুকের ভেতরটা।
: তোকে ভাবলেই আমার ভালো লাগে।
: আমি চাই, তুই খুব ভালো থাক। ভালোবাসার মানুষটা খুব ভালো থাকুক— এর থেকে বেশি আর কিছুই যে চাইতে পারি না। তোকে নিজের করে চাইতেই যে বড্ড ভয় আমার!
: তোকে ছুঁয়ে থাকতে ভীষণ অন্যরকম লাগে।
: তোর ছোঁয়াতেই একমাত্র আমি নিজেকে সুন্দর দেখি।
: বুকে আয়, তোকে আদর করি।
: এলাম।

: পাগলি, কাঁদছিস কেন?
: 'তোর বুকের মধ্যে আমাকে এভাবে রেখে দিবি অনেকটা সময়?' আমার কিছুই নেই রে... তুই চলে যাস না, আমি নিজেকে বুঝিয়ে নিতে পারব না।
: কে বলেছে তোর কিছু নেই? ভালোবাসতে পারার জন্য কোনো বিশেষণের প্রয়োজন হয় না।
: তুই কি জানিস, আমি কতটা অসহায়ত্ব নিয়ে বার বার তোর বুকে এসে চোখ বুজেছি? পৃথিবীর আর কেউ জানে না আমার এ অসহায়ত্বের খোঁজ।
: পাগলি, তোকে খুব বেশি মনে পড়ে আমার।
: কেন কাছে যেতে পারি না আমি তোর? দুনিয়ার কোন নিয়মটা ভেঙে যেত তোর সবটা জুড়ে আমি থাকলে?
: তবুও রোজ তোকে কাছে টেনে নেবার ব্যর্থ চেষ্টা করি।
: জানিস, আমি তোকে কতটা ভালোবাসি, তা আমার নিজের কাছেই অপ্রকাশিত। তুই যে-মুহূর্তে আমাকে ভুলে যাবি, সেই সময়টা আসার আগেই যেন পৃথিবী থেমে যায়। এমন অনেক অদ্ভুত ভাবনায় তুই রোজ ফিরেছিস আমার কল্পনায়।

: তোর নিঃশ্বাসের অস্থিরতায় আমি তোর গভীরে ডুবেছি... মিশে গিয়েছি তোর অনুভবে।
: পাগলি, কখনও বুঝিসনি আমার এই অস্থিরতা শুধু তোকে বুকের ভেতরটায় বাঁচিয়ে রাখার জন্য।
: আমায় আজীবন রাখবি তো তোর আলিঙ্গনে?
: আমার শরীরে-মনে সবটা জুড়েই রেখেছি তোকে।
: আহ্... তোর শরীরের ঘ্রাণ আমাকে নিঃশেষ করে দেয়। তুই এত কাছে এলে আমি পাগল হয়ে যাই... অন্য কিছুতেই আর মনোযোগ দিতে পারি না। কেন এভাবে আমার যন্ত্রণা বাড়িয়ে দিস? আর কেনই-বা আমাকে ছুঁয়ে থাকিস এত প্রগাঢ় ঘোরে?
: তোকে ছাড়ব না, পাগলি। তোর সব কিছুতে শুধু আমার অধিকার থেকে যাক। তোর চঞ্চল ইচ্ছেগুলো শুধু আমার খেয়ালে জেগে থাক। তোর অশ্রুতে শুধুই আমার অভিমান মিশে থাক। তোর ওষ্ঠযুগলে থেকে যাক আমার নিঃশ্বাসের ভিড়... আমার ভালোবাসা।
: তোকে বোধ হয় আমি এই জীবনটায় ভুলতে পারব না রে।