তোকে আজ খুউব করে একবার বুকের ভেতরটায় জড়িয়ে রাখতে ইচ্ছে করছিল,
এই ধরফর আওয়াজে আমার শরীরটা কেঁপে উঠছে।
তোকে দেখতেই শেষ বারের মতন চোখদুটো অনেকক্ষণ বন্ধ রেখেছিলাম…যতক্ষণ নিঃশ্বাস চলছিল!
যেমনটা মানুষ বাঁচতে চায় খুউব করে—যদি এই সুন্দর ভোর দেখার সৌভাগ্য আর না হয়!
রাত গভীর হলো, সেকেন্ডের মুহূর্তগুলো হলো দীর্ঘ থেকে দীর্ঘতর…
অবশেষে, তুই এসেছিলি আমার ভীষণ কাছে...
আজ তোকে যেতে দিতে একদমই মন চাইছিল না।
সময় ফুরিয়েছে…
আমাদের আর বহুকাল একে অপরকে ছুঁয়ে থাকা হবে না।